ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ২:২৭ অপরাহ্ণ, মার্চ ০৪, ২০২১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. দোলক ঘড়ি দ্রুত চলে-
ক) গ্রীষ্মকালে
খ) শরৎকালে
গ) হেমন্তকালে
ঘ) শীতকালে
২. তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
ক. জুল খ. ওয়াট
গ. নিউটন ঘ. ওহম
৩. International System of Units কে সংক্ষেপে কী বলা হয়?
ক. ISU c×wZ
খ. IS c×wZ
গ. SU c×wZ
ঘ. SI c×wZ
৪. স্প্রিং নিক্তি দিয়ে কী মাপা হয়?
ক. ত্বরণ খ. বেগ
গ. ভর ঘ. ওজন
৫. নিচের কোনটি লব্ধরাশি?
ক. তাপমাত্রা খ. বল
গ. সময়
ঘ. দীপন ক্ষমতা
৬. বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত?
ক. 3x107 wg.
খ. 3x108 wg.
গ. 3x109 wg.
ঘ. 3x1010
৭. ১ মাইলে কত কিলোমিটার?
ক. ১.৬১ খ. ১.৬০
গ. ০.৬১ ঘ. ১৬.১
৮. পাওয়ার থ্রেসার কী?
ক. দেহের প্রেসার মাপার যন্ত্র
খ. ধানমাড়াইয়ের মেশিন
গ. ধান শুকানোর মেশিন
ঘ. মরিচ ভাঙানোর মেশিন
৯. ১ টন কত কেজি সমান?
ক. ১০০০ কেজি
খ. ১০০৫ কেজি
গ. ১০১০ কেজি
ঘ. ১০১৬ কেজি
১০. 4° সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ লিটার পানির ওজন-
ক. ১.৪ কেজি
খ. ১.২ কেজি
গ. ০.৯৬ কেজি
ঘ. ১.০ কেজি
১১. তরল পদার্থ মাপার একক কী?
ক. টন খ. বুশেল
গ. ব্যারেল ঘ. কুইন্টাল
১২. এক একর কত বর্গফুটের সমান?
ক. ১০০০
খ. ৪৩৫৬০
গ. ৪৮৪০
ঘ. ৪০০০
১৩. সূক্ষ্ম সময় মাপার যন্ত্রকে বলা হয়-
ক. ব্যারোমিটার
খ. গ্যালভানোমিটার
গ. ক্রনোমিটার
ঘ. হাইগ্রোমিটার
১৪. উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কী?
ক. গ্যালভানোমিটার
খ. অলটিমিটার
গ. ক্যালরিমিটার
ঘ. টেনিসিমিটার
১৫. সময়ের পরিমাপে কোনটি সবচেয়ে বড়?
ক. ন্যানোসেকেন্ড
খ. মাইক্রোসেকেন্ড
গ. পিকোসেকেন্ড
ঘ. মিলিসেকেন্ড
১৬. কোনটি ভেক্টর রাশি নয়?
ক. সরণ খ. দ্রুতি
গ. বেগ ঘ. ত্বরণ
১৭. কোনটি স্কেলার রাশি?
ক. বল
খ. মোমেন্টাম
গ. বেগ
ঘ. মাস
১৮. পূর্ণ দৃঢ় বস্তুর উদাহরণ কোনটি?
ক. প্লাস্টিক খ. কাঠ
গ. ইট ঘ. কাচ
১৯. রেললাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন?
ক. রেললাইনের দৈর্ঘ্য প্রসারণের কারণে
খ. লাইনের দৈর্ঘ্য কমে যায়
গ. রেলের চাকা বড় হয়ে যায়
ঘ. কোনোটিই নয়
২০. ‘কোয়ান্টাম থিওরি’ কে প্রদান করেন?
ক. মার্ক প্লাঙ্ক
খ. আইনস্টাইন
গ. ভোমাগ
ঘ. গ্রাহামবেল

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. ঘ, ২. গ. ৩. ঘ. ৪. গ ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. খ, ১৩. গ, ১৪. খ. ১৫. ঘ. ১৬. খ, ১৭. ঘ ১৮.ঘ ১৯.ক ২০.ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper