ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাংলাদেশ কোভ্যাক্স থেকে পাচ্ছে ১ কোটি ৯ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:০৪ অপরাহ্ণ, মার্চ ০৩, ২০২১

বাংলাদেশ কোভ্যাক্স থেকে পাচ্ছে ১ কোটি ৯ লাখ টিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তত্ত্বাবধানে চলতি বছর বাংলাদেশ কোভ্যাক্স থেকে ৭ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন পেতে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ড. মীরজাদি সাবরিনা আজ বাসসকে জানান, বাংলাদেশ কোভেক্স থেকে ২০২১ সালে প্রায় ৭ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন পেতে যাচ্ছে।

তিনি বলেন, কোভ্যাক্স স্কিমের অংশ হিসেবে আমরা মে মাসের মধ্যে এক কোটি ৯ লাখ ভ্যাকসিন পাবো। কোভ্যাক্স সুবিধার আওতায় এক কোটি ৯ লাখ ভ্যাকসিনের মধ্যে ২০ লাখ চলতি মাসেই আসবে। এবং বাকি ভ্যাকসিন পর্যায়ক্রমে দেশে পৌঁছাবে।

গতকাল মঙ্গলবার কোভ্যাক্স স্কিমের ঘোষণা অনুযায়ি, পাকিস্তান ১৪ কোটি ৬ লাখ ৪০ হাজার ডোজ, নাইজেরিয়া ১৩ কোটি ৬ লাখ ৫৬ হাজার, ইন্দোনেশিয়া ১১ কোটি ৭ লাখ ৪ হাজার ৮শ’, বাংলাদেশ ১০ কোটি ৯ লাখ ৮ হাজার এবং ব্রাজিল ৯ কোটি ১ লাখ ২২ হাজার ৪শ’ ডোজ ভ্যাকসিন নিচ্ছে বলে নিশ্চিত করেছে।

 
Electronic Paper