ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফরিদপুরে বরকত-রুবেলের পাঁচ হাজার ৭০৬ বিঘা সম্পত্তি ক্রোক

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১

ফরিদপুরে বরকত-রুবেলের পাঁচ হাজার ৭০৬ বিঘা সম্পত্তি ক্রোক

দু’হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরের বহুল আলোচিত সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের ৪৮৭টি তফসিলে পাঁচ হাজার ৭০৬ বিঘা সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে ১৮৮টি ব্যাংক হিসাবের পৌনে ১০ কোটি টাকা এবং বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ ৫৫টি গাড়ি জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে মামলার তদন্তের স্বার্থে সিআইডি তাদের তফসিল সম্পত্তি, ব্যাংক হিসাব ও গাড়ি জব্দের জন্য আদালতে আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আদালত এ আদেশ দেন।

গত বছরের ২৬ জুন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদি হয়ে অর্থপাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় বরকত ও রুবেলের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলায় দুই ভায়ের বিরুদ্ধে অবৈধভাবে দু’হাজার কোটি টাকা উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।

 
Electronic Paper