ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লিবিয়া থেকে ৭ মরদেহ সঙ্গে নিয়ে ফিরলেন ১৪৮ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১

লিবিয়া থেকে ৭ মরদেহ সঙ্গে নিয়ে ফিরলেন ১৪৮ বাংলাদেশি

বিশেষ উড়োজাহাজে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৮ বাংলাদেশি। একই ফ্লাইটে লিবিয়ায় বিভিন্ন সময় মারা যাওয়া সাত প্রবাসী বাংলাদেশির মরদেহ পাঠানো হয়েছে। ২৪ ফেব্রুয়ারি, বুধবার সকাল সাড়ে ৯টায় বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এরপর প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় তাদের খাবারসহ জরুরি সহায়তা দেয় ব্র্যাকের টিম। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি প্রধান শরিফুল হাসান।

তিনি বলেন, বাংলাদেশিরা সকালে নামলেও বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকতা দুপুর ১টা পর্যন্ত শেষ হয়নি। এই বাংলাদেশিরা ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া গিয়েছিলেন বলে আমরা জেনেছি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়া থেকে আসা ব্যক্তিদের তাদের বাড়ি যাওয়ার জন্য অর্থ সহায়তা করেছে বলেও জানিয়েছেন তিনি।

বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়া থেকে বাংলাদেশিদের নিয়ে ফ্লাইটটি লিবিয়ার বেনিনা বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উড্ডয়ন করে। ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই ভ্রমণ ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশে লিবিয়া গিয়েছিলেন।

প্রতি বছর এভাবে বিপুল সংখ্যক বাংলাদেশি লিবিয়া হয়ে ইউেরাপে যাওয়ার চেষ্টা করেন বলেও জানিয়েছেন তারা।

 
Electronic Paper