ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা চলছে

অনলাইন ডেস্ক
🕐 ১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১

৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি অনলাইন সভা চলছে। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত আছেন। ২৪ ফেব্রুয়ারি, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, অল্প সময়ের মধ্যে সভায় গৃহীত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, এম এ খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে আজ সন্ধ্যা ৬টায় এক জরুরি সভার আহ্বান করা হয়েছে।

এতে বলা হয়, ভার্চুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষবৃন্দ।

 
Electronic Paper