ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুন্সিগঞ্জে ৬০ কোটি টাকার কারেন্টজাল জব্দ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
🕐 ৩:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

মুন্সিগঞ্জে ৬০ কোটি টাকার কারেন্টজাল জব্দ

মুন্সিগঞ্জে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১ কোটি ৯৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ কোটি টাকা।

সোমবার রাত ৩টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মুক্তারপুর এলাকার ৩টি জালের কারখানায় কোস্টগার্ড স্টেশন পাগলা অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।

কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাপুর এলাকার সাওবান ফাইবার ইন্ডাঃলিঃ, তম্নয় ফিসিং নেট ইন্ডাঃ লিঃ ও রানা মুন্সী আয়রন কারখানায় অভিযানে এসব জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদারের উপস্থিতে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আব্দুল আলীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতানসহ আরও অনেকে।

 
Electronic Paper