ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চিঠি লিখে সংসদ সদস্যের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
🕐 ১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

চিঠি লিখে সংসদ সদস্যের আত্মহত্যা

ভারতে মুম্বাইয়ের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে পশ্চিম ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির সংসদ সদস্য (এমপি) মোহন দেলকরের মরদেহ। ২২ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে দক্ষিণ মুম্বাইয়ের একটি হোটেলের রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোহন দেলকর সাতবারের লোকসভার এমপি। প্রতিবারই তিনি দাদরা ও নগর হাভেলি কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। ২০১৯-এ স্বতন্ত্রভাবে ভোটে লড়ে এমপি হয়েছেন তিনি।

পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। মাত্র ৫৮ বছর বয়সী এই এমপির এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক তার সহকর্মীরা। কেন এমন ঘটনা ঘটল, তা এখনো বুঝে উঠতে পারছেন না কেউ। পুলিশ বলেছে, মরদেহের পাশ থেকে গুজরাটি ভাষায় লেখা একটি সুইসাইড নোট পেয়েছেন তদন্তকারীরা। যদিও সে সম্পর্কে বিশেষ কিছু বলতে চায়নি পুলিশ।

মোহন দেলকর মূলত কৃষি বিশারদ। ভারতীয় নব্যশক্তি পার্টি নামে রাজনৈতিক দলের সদস্য হন। সেই দল থেকেই এর আগে লোকসভা ভোটে জিতেন দেলকর। ২০১৯ লোকসভা নির্বাচনের পর তিনি পাবলিক গ্রিভান্স সেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়।

 
Electronic Paper