ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যশোর পৌরসভা

নির্বাচন নিয়ে ধোঁয়াশা

যশোর প্রতিনিধি
🕐 ৯:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

নির্বাচন নিয়ে ধোঁয়াশা

আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কি হবে না- তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের এক আদেশে নির্বাচন স্থগিত করা হয়। ওই আদেশ হাতে পেয়ে নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার যশোর পৌরসভার নির্বাচন স্থগিত করে।

অবশ্য বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া তিন মাসের স্থগিতাদেশ সুপ্রিম কোটের চেম্বার আদালত স্থগিত করেছেন। ফলে নির্ধারিত দিনে ভোট হবে কি হবে না তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, চেম্বার জজের আদেশের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ভোটগ্রহণ স্থগিতই থাকবে।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে সে মোতাবেক নির্বাচন স্থগিত করা হয়েছে। হাইকোর্টে নতুন কোনো আদেশ হলে সে বিষয়ে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো নির্দেশনা না দেবে ততক্ষণ নির্বাচন স্থগিতই থাকবে।

একের পর এক নাটকীয়তার কারণে ভোটাররা বুঝতে পারছেন না ২৮ তারিখে আসলেই নির্বাচন হচ্ছে কি হচ্ছে না।

 
Electronic Paper