ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একুশের হাত ধরে

পৃথ্বীশ চক্রবর্ত্তী
🕐 ২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

একুশের হাত ধরে

একুশের হাত ধরে একাত্তরে বাংলার বিজয়
কত সাধ কত স্বপ্ন কত আশা ও প্রত্যাশা নিয়ে
ত্যাগ-তিতিক্ষা অনেক ইজ্জতের এ-ও বিনিময়
বহু ঝড় বহু যুদ্ধ বহু প্রাণ বহু রক্ত দিয়ে।

শহীদের সুরে সিক্ত এ দেশের জাতীয় সঙ্গীত

শহীদের রক্তেমাখা এদেশের জাতীয় পতাকা
শহীদের রক্ত গায় নদীজলে কল কল গীত
শহীদের শব্দে মুখর আকাশে হাজারো বলাকা।

এদেশে জন্মেছি বলে গর্বে ভরা অন্তর ও বুক
সর্বক্ষণ মনে জাগে, আমি যেন মহা-পুণ্যবান
এদেশের মতো নেই, পৃথিবীতে আর এত সুখ
শহীদ পেয়েছে দেশে শীর্ষ এবং সর্বশ্রেষ্ঠ স্থান।

 
Electronic Paper