ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এবারের বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত

খোলা কাগজ ডেস্ক
🕐 ৬:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

এবারের বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এবার বইমেলা শুরু হচ্ছে আগামী ১৮ মার্চ। বইমেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। ২৮ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। একই দিন দুপুরে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসে বাংলা একাডেমি।

বৈঠকের পর হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘১৮ মার্চ বইমেলা শুরু হবে, শেষ হবে ১৪ এপ্রিল। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হচ্ছে বইমেলা। পরিস্থিতির কারণে স্টল স্থাপনেও কিছুটা ভিন্নতা আসতে পারে। আবার না-ও পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা মূলত অপেক্ষা করছি, করোনা পরিস্থিতি ভালো হওয়ার জন্য। সেই পরিপ্রেক্ষিতেই সবকিছু হবে।’

এর আগে গত ২৫ জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন, ১৮ মার্চ থেকে মেলা স্বাভাবিকভাবে শুরু হবে। রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী অনুষ্ঠান করার চিন্তা আছে।

 
Electronic Paper