ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভাঙ্গুড়ায় রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
🕐 ৯:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

ভাঙ্গুড়ায় রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি রাস্তার মাটি কেটে বিক্রি করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে সোহেল খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। সোহেল খান একই গ্রামের মৃত আব্দুল হামিদ খানের ছেলে ও ৯ নং ওয়ার্ডের সাবেক যুবদলের সভাপতি।

এ ঘটনায় গতকাল সকালে গ্রামবাসীর পক্ষে ২৬ ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। 

এদিকে সরকারি রাস্তা কেটে পুকুর খনন করায় গ্রামবাসীর রবিশস্য আনা-নেওয়াসহ চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, সরকারি রাস্তা কেটে কেউই পুকুর খনন করতে পারবে না। এটি সম্পূর্ণ বেআইনি। তবে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জানা গেছে, গোবিন্দপুর গ্রামের সাধারণ মানুষের চলাচলের একমাত্র এই রাস্তা দিয়ে মাঠের ফসল বহনসহ এলাকার কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। গত ২৩ জানুয়ারি রাতে সোহেল এক্সেভেটর দিয়ে ওই সরকারি রাস্তার মাটি কেটে পুকুর খনন করে এবং সেই মাটি এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করে।

এদিকে অভিযুক্ত সোহেল খান বলেন, রাস্তা বাদ দিয়ে পুকুর খনন করা হয়েছে। তবে খননের সময় বরং রাস্তার ধারে মাটি দেওয়া হয়েছে বলে জানান।

 

 
Electronic Paper