ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিকল্প মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
🕐 ৯:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

বিকল্প মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এসএসসি পরীক্ষার সিলেবাস কমানো অথবা পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবিসহ ৪ দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এসএসসি শিক্ষার্থীরা।

বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১১টায় এক বিক্ষোভ মিছিল বের করে। 

শেষে স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে ফেস্টুন ব্যানার নিয়ে দাঁড়িয়ে কালো কাপড় চোখে বেঁধে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

এ সময় শিক্ষার্থীরা জানান, জীবনের ঝুঁকি নিয়ে এসএসসি পরীক্ষা নয়, নামমাত্র সংক্ষিপ্ত সিলেবাস মানি না মানব না, অতি শীঘ্রই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই, সেশনজট নিয়ে পরীক্ষা চাই না। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।

 

 

 
Electronic Paper