ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল বন্দরে

বি এম ফারুক, যশোর
🕐 ১২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল বন্দরে

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক আছে। তবে আজ থেকে ফের সব ধরনের আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে বলে জানান সংশ্লিষ্টরা।

গতকাল মঙ্গলবার সকাল থেকে দিনভর আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা জানান বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারি ছুটি থাকায় এ পথে কোনো আমদানি-রপ্তানি হয়নি। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি ভারতীয় বাণিজ্যিক সংগঠনগুলো জানিয়েছেন।

তবে বেনাপোল বন্দরের ভিতর পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করছেন। এদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই পার বন্দরে প্রবেশের অপেক্ষায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক আটক পড়েছে।

 
Electronic Paper