ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘খেলাধুলার দিকে যাদের মনোযোগ, তারা মাদক থেকে দূরে থাকে’

সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
🕐 ৯:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

‘খেলাধুলার দিকে যাদের মনোযোগ, তারা মাদক থেকে দূরে থাকে’

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন, খেলাধুলার দিকে যারা মনোযোগী, তারা কিন্তু মাদকের দিকে মনোযোগী হয় না। তারা খারাপ কাজ থেকে দূরে থাকে। যারা স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু মাদকের দিকে আকৃষ্ট হয় না। খেলাধুলার সঙ্গে সঙ্গে লেখাপড়ার দিকে মনোযোগী হলেই দেশ সোনার বাংলা হতে পারবে।

শনিবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (এমপি) কর্তৃক প্রেরিত ক্রীড়া সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসাউদ, বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

 

 
Electronic Paper