ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দৌলতপুরে বিড়ি কারখানা চালু করতে গড়িমসি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
🕐 ৮:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

দৌলতপুরে বিড়ি কারখানা চালু করতে গড়িমসি

দৌলতপুরে মালিকপক্ষের গড়িমসির কারণে বন্ধ হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানা চালুর বিষয়টি অনিশ্চিত অবস্থায় রয়েছে। এনিয়ে আকিজ বিড়ি কারখানার শ্রমিকরা কয়েক দফা দৌলতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন।

তবে বিড়ি কারখানা কবে চালু হবে সে বিষয়টি নিশ্চিত হতে পারেননি তারা। ফলে আকিজি বিড়ি কারখানার সঙ্গে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে জড়িত প্রায় ৫ হাজার শ্রমিক কর্মহীন অবস্থায় মানবেতর দিন যাপন করছেন।

আকিজ বিড়ি কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, আকিজ বিড়ি কারখানায় কাজ করে দিনাতিপাত করতে হয়। বিড়ি কারখানায় কাজ করার কারণে অন্য কোথাও কাজও করতে পারিনা। তাই বিড়ি কারখানা বন্ধ থাকলে না খেয়ে থাকতে হয়। অবিলম্বে বিড়ি কারখানা চালু দাবি জানান তারা।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, এমপি স্যার আকিজ বিড়ি কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন, দেশে ফিরলেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

অপরদিকে হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানা চালুতে গড়িমসির কারণে শ্রমিকরা আজ ফের আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছেন।

 

 
Electronic Paper