ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৪১ রানে ৫ উইকেট হারিয়ে বেগতিক ক্যারিবীয়রা

খোলা কাগজ ডেস্ক
🕐 ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

৪১ রানে ৫ উইকেট হারিয়ে বেগতিক ক্যারিবীয়রা

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও ধুঁকছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। আজ ২২ জানুয়ারী, শুক্তবার মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে ৪১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে ক্যারিবীয়রা। এর মধ্যে চার উইকেটেই হাতের ছোঁয়া ছিল মেহেদি হাসান মিরাজের।

ক্যারিবীয় ইনিংসের পঞ্চম ওভারেই আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ওভারের পঞ্চম বলে তার দুর্দান্ত এক ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে ব্যাট পেতে দিয়েছিলেন সুনিল এমব্রিস। গালিতে চলে যাওয়া বলটা চোখের পলকে দারুণ এক ডাইভে তালুবন্দী করেন মেহেদি হাসান মিরাজ। ১৫ বলে ৬ রান করেন অ্যামব্রিস। ১০ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর অনেকটা সময় দেখেশুনে খেললেও ১৪তম ওভারে এসে জোড়া ধাক্কা খায় ক্যারিবীয়রা। চার বলের ব্যবধানে দুই উইকেট তুলে নেন মিরাজ। টাইগার অফস্পিনারকে খেলতে গিয়ে এক্সট্রা কভারে তামিম ইকবালকে ক্যাচ দেন দারুণ খেলতে থাকা কেজর্ন ওটলি (২৪)। ওভারের চতুর্থ বলে মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়েও উইকেট হারান জসুয়া ডি সিলভা (৫)।

পরের ওভারে আরেক উইকেট পতন ওয়েস্ট ইন্ডিজের। এবার নিজের উইকেটের খাতা খুলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে স্লগ সুইপ করতে গিয়ে বল মিস করে বোল্ড হন আন্দ্রে ম্যাকার্থি (৩)।

দুই ওভার পর পঞ্চম উইকেট হারায় ক্যারিবীয়রা, মেহেদি মিরাজের আরেক ওভারে। ১৮তম ওভারের প্রথম তিন বলে রান নিতে না পারা ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদ মিরাজের চতুর্থ ডেলিভারিটি স্লোয়ার লেগে পাঠিয়েই দৌড় দিয়েছিলেন, কিন্তু রান আর সম্পন্ন হয়নি। কাইল মায়ের্স (০) স্ট্রাইকিং এন্ডে পৌঁছার আগেই নাজমুল হাসান শান্তর থ্রোতে উইকেট ভেঙে দেন মুশফিকুর রহীম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ৪৯ রান। এনক্রমা বোনার ৭ আর জেসন মোহাম্মদ ৩ রানে অপরাজিত আছেন।

 
Electronic Paper