ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জিতলে আজই সিরিজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১১:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

জিতলে আজই সিরিজ বাংলাদেশের

সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ। বুধবার প্রথম একদিনের ম্যাচ জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ ২২ জানুয়ারী, শুক্রবার জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ।

স্বাভাবিকভাবেই ম্যাচটিকে ঘিরে কিছুটা উত্তাপ ছড়াতেই পারে। তামিম তো চাইবেন একটু বেশি। নেতৃত্বের সফলতা পেতে কে না চায়। প্রথম ম্যাচের সাফল্যকে তিনি কেন, দলের কেউ মূল্যায়নে নিতে রাজি নয়। সাকিব তো বলেই দিয়েছেন এক বছর পর হবে নেতৃত্বের মূল্যায়ন। কথাটি হতে পারে তামিমের জন্য সূচালো তীর। তাই অপেক্ষাকৃত দুর্বল ক্যারিবীয়দের সঠিক মূল্যায়ন দিতে তার চেষ্টার ঘাটতি না থাকারই কথা। ক্রিকেট যদি অনিশ্চয়তার খেলা হয়ে থাকে তাতে প্রতিপক্ষকে তামিমের মূল্যায়ন করাটাই হবে যথার্থ। সে পথেই হাঁটার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কারণ একদিনের ক্রিকেটে হঠাৎ বদলে যেতে পারে দৃশ্যপট। তাই সতর্কতা থাকাই শ্রেয়।

প্রথম একদিনের ম্যাচে সফরকারীদের ১২১ রানে বেঁধে ফেলার পর ৬ উইকেটের সহজ পায় বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে এ নিয়ে টানা ছয়টি জয় পায় বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সাত ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের একই প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ টানা ম্যাচ জয়ের রেকর্ড জিম্বাবুয়ের বিপক্ষে। সর্বশেষ ১৬ ম্যাচেই জিতেছে বাংলাদেশ।

কিন্তু এতটা সহজ জয় বোধহয় খুব কমই চোখে পড়ার মতো। তাই শক্তিমত্তার বিচারে আজকের ম্যাচটিতেও তামিমরা ফেভারিট তাতে সন্দেহ নেই। শক্তিশালী দল নিয়ে প্রথম লড়াইয়ে শরিক হয়েছিলেন তারা। যদিও বোলিং সহায়ক উইকেটে ব্যাটসম্যানদের কঠিন লড়াই করতে হয়েছিল।

স্পিনাররা উইকেট থেকে ভালোই সহায়তা পেয়েছিলেন। বড় বড় টার্ন পেতে দেখা গিয়েছে দুই দলের স্পিনারদেরই। ম্যাচে পতন ঘটা ১৪ উইকেটের ৯ উইকেট গিয়েছে স্পিনারদের দখলে। বাংলাদেশের সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করেছেন। নিয়ন্ত্রিত বোলিং করেছেন ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেনও। এমন টার্নিং উইকেট দ্বিতীয় ম্যাচে থাকলে স্পিনাররাই হবেন মূল অস্ত্র। তবে আজ কম থাকতে পারে কুয়াশা, কিছুটা স্বস্তি পেতে পারেন ব্যাটসম্যানরা।

প্রথম ম্যাচে ছয় উইকেটে জয় পাওয়া বাংলাদেশের উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামার সম্ভাবনা বেশি। অন্যদিকে সফরকারী দলে পরিবর্তন করার সুযোগ কম। কারণ টিম ম্যানেজমেন্টের হাতে থাকা বিকল্পরাও অনভিজ্ঞ।

তবে উইন্ডিজ অধিনায়কের প্রত্যাশা এই ম্যাচে তাদের ব্যাটিং লাইন ঘুরে দাঁড়াবে। বড় স্কোর গড়ার জন্য ইতিমধ্যে তিনি ব্যাটসম্যানদের তাগিদ দিয়েছেন।
সম্ভাব্য একাদশ

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ : সুনীল অ্যামব্রিস, জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনক্রুমাহ বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, চেমার হোল্ডার, আকিল হোসেন এবং আলজারি জোসেফ।

 
Electronic Paper