ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুড়িগ্রামে প্রেস ব্রিফিং

কুড়িগ্রাম প্রতিনিধি
🕐 ৯:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

কুড়িগ্রামে প্রেস ব্রিফিং

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রামে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় কনফারেন্স রুমে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।

জেলা প্রশাসক জানান, আগামী ২৩ জানুয়ারি দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ হস্তান্তর করবেন। এতে কুড়িগ্রামের ৯ উপজেলায় ১৫৪৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাবেন।

এর মধ্যে সদর উপজেলায় ২০০ পরিবার, রাজারহাট উপজেলায় ৭০ পরিবার, ফুলবাড়ী উপজেলায় ১৬৫ পরিবার, নাগেশ^রী উপজেলায় ২৬৪ পরিবার, ভূরুঙ্গামারী উপজেলায় ২০০ পরিবার, উলিপুর উপজেলায় ২০০ পরিবার, চিলমারী উপজেলায় ১০০ পরিবার, রৌমারী উপজেলায় ৫০ পরিবার ও চররাজিবপুর উপজেলায় ৩০০ পরিবার। প্রত্যেক পরিবার দুই শতক জমিসহ দুই রুম, বাথরুম, রান্না ঘরসহ সেমি পাকা ঘর পাবেন।

 

 
Electronic Paper