ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনাভাইরাস টিকা উৎপাদনকারী সিরামের ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

করোনাভাইরাস টিকা উৎপাদনকারী সিরামের ভবনে আগুন

ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা উৎপাদনকারী সিরাম ইন্সটিটিউটের ভবনে আগুন লেগেছে। ২১ জানুয়ারী, বৃহস্পতিবার ভারতের পুনে শহরের মাঞ্জরি এলাকায় অবস্থিত ইন্সটিটিউটের টার্মিনাল ১ গেটের কাছে একটি নির্মানাধীন ভবনে আগুন লেগেছে বলে জানা গেছে। সেখানে ব্যাপক আকারে আগুন লেগেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

আগুন নেভাতে দমকলবাহিনীর অন্তত ১০টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

সিরাম করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড উৎপাদন করছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এই টিকা তৈরি করেছে। ভারতে এই টিকার উৎপাদন করছে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক প্রতিষ্ঠান সিরাম।

ইন্ডিয়া টিভি জানিয়েছে, সিরামের একটি উৎপাদন প্লান্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই প্লান্টটি কোভিশিল্ডের একটি উৎপাদন ইউনিটের কাছেই অবস্থিত।

ভারতের রিপাবলিক টিভি জানিয়েছে, যেসব ভবনটিতে আগুন লেগেছে সেখানে বিসিজি টিকা উৎপাদন করা হয়। তারা বলছে, ভবনটির তৃতীয় তলায় আগুন লেগেছে।

 
Electronic Paper