ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে আগুনে তেলের কারখানাসহ ভস্মীভূত ৬ বসতঘর

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ৭:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

সিরাজগঞ্জে আগুনে তেলের কারখানাসহ ভস্মীভূত ৬ বসতঘর

সিরাজগঞ্জের শাহজাদপুরে গাদ থেকে অবৈধ জ্বালানি তেল তৈরির কারখানায় আগুন লেগে কারখানাসহ ৬টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক মো. শফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছে। আহতকে উদ্ধার করে বগুড়া জিয়া ম্যাডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার শেলাচাপরি গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী এবং প্রত্যক্ষ দর্শীরা জানান, শেলাচাপরি গ্রামের নকির শেখের ছেলে মো. শফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বাঘাবাড়ি নৌবন্দর এলাকা থেকে জ্বালানি তেলের গাঁদ সংগ্রহ করে বাড়িতে অবৈধ ভাবে গড়ে তোলে কারখানা। জ্বাল দিয়ে তেল শোধন করে তা বাজারে বিক্রি করেন।

প্রতিদিনের মতই কড়াইয়ে তেলের গাদ জ্বাল করছিলেন। হঠাৎ সেখানে আগুন ধরে যায়। সাথে সাথে সে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মজুদ করে রাখা ১৬টি তেলের ড্রাম, ৬টি গ্যাস সিলিন্ডার ও ৬টি আধাপাকা বসতঘর ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মো. সরোয়ারদি সরকার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যেহেতু বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ ছিল তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারন করেছে।

 
Electronic Paper