ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

ফরিদপুর প্রতিনিধি
🕐 ৫:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোন কাগজপত্র না থাকায় মন্ডল ব্রিকস নামের একটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এছাড়া আরও ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে নানা অনিয়ম থাকায় জরিমানা করা হয়।

অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ, ঢাকা পরিবেশ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট মো. সাদেকুর রহমান সবুজ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে সহযোগীতা করেন র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ জানান, ফরিদপুর জেলায় বিভিন্ন অবৈধ ইটভাটা রয়েছে। এসব ইটভাটা অনিয়ম ও অবৈধভাবে চলছিল। বিভিন্ন সময় তাদের সর্তক করা হয়। আজ থেকে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 
Electronic Paper