ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেরপুরে বিএনপি বিদ্রোহী প্রার্থীর জয়

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
🕐 ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

শেরপুরে বিএনপি বিদ্রোহী প্রার্থীর জয়

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জানে আলম খোকা (জগ) প্রতীক নিয়ে ৮ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুস প্রতীক নৌকা পেয়েছেন ৪ হাজার ৬৮১ ভোট।

এছাড়া বিএনপির দলীয় মনোনীত প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৪৪ ভোট পেয়ে ধরাশায়ী হয়েছে। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনীত প্রার্থী এমরান কামাল হাতপাখা প্রতীকে ৫৫৬ ভোট পেয়েছেন। গত শনিবার ১১টি কেন্দ্রে ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়।

এ পৌরসভায় ২৩ হাজার ৭৫৪ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ২২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয় ৩৩৮ ভোট। ভোট প্রদানের শতকরা হার ৭৬.৬৯ শতাংশ।

এ ছাড়া কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে শুভ ইমরান (প্রতীক উটপাখি), ২ নম্বর ওয়ার্ডে বদরুল ইসলাম পোদ্দার ববি (প্রতীক উটপাখি), ৩ নম্বর ওয়ার্ডে নিমাই ঘোষ (প্রতীক পাঞ্জাবি), ৪ নম্বর ওয়ার্ডে ফারুক ফয়সাল সোহাগ (প্রতীক উটপাখি), ৫ নম্বর ওয়ার্ডে চন্দন কুমার দাস রিংকু (প্রতীক পানির বোতল), ৬ নম্বর ওয়ার্ডে নাজমুল আলম খোকন (প্রতীক উটপাখি), ৭ নম্বর ওয়ার্ডে জাকারিয়া মাসুদ (প্রতীক টেবিল ল্যাম্প), ৮ নম্বরে সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম (প্রতীক বোতল), ও ৯ নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ জুয়েল (প্রতীক পানির বোতল)।

এদিকে সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে জয়ী হয়েছেন যথাক্রমে করুনা রানী ঘোষ (চশমা প্রতীক), মমতাজ বেগম রুবি (টেলিফোন প্রতীক) ও শারমিন আক্তার (আনারস প্রতীক)।

এ পৌরসভার ১১টি ভোটকেন্দ্রে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন প্রিজাইডিং অফিসার, ৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৬৪ জন পোলিং অফিসার, র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশসহ পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন জানান।

 

 
Electronic Paper