ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুন্দরগঞ্জে মেয়র নির্বাচিত হলেন জাপা'র ডাবলু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ৪:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

সুন্দরগঞ্জে মেয়র নির্বাচিত হলেন জাপা'র ডাবলু

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জে মেয়র পদে জাতীয় পার্টির আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু লাঙ্গল প্রতীকে ২ হাজার ৭'শ ৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল্লাহ আল মামুন নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫'শ ৫৮ ভোট। এছাড়াও, খয়বর হোসেন সরকার মওলা নারিকেল গাছ ২ হাজার ৫'শ ৪০ ভোট, গোলাম আহসান হাবীব মাসুদ পেয়েছেন ২ হাজার ৫'শ ৩০ ভোট।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে রুবিয়া বেগম (সংরক্ষিত-১), রত্না রানী (সংরক্ষিত-২) ও মনোয়ারা বেগম (সংরক্ষিত-৩) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে, সাধারণ কাউন্সিলর হিসেবে ১নং ওয়ার্ডে সামিউল ইসলাম, ২নং ওয়ার্ডে মাজেদুর রহমান প্রামাণিক রুনু, ৩নং ওয়ার্ডে জামিউল ইসলাম, ৪নং ওয়ার্ডে মাহবুবুর রহমান, ৫নং ওয়ার্ডে মশিউর রহমান, ৬নং ওয়ার্ডে লাবলু মিয়া, ৭নং ওয়ার্ডে শাহীন মিয়া, ৮নং ওয়ার্ডে হাবিবুর রহমান ও ৯নং ওয়ার্ডে দিপক কুমার সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ এ ফলাফল ঘোষনা করেন।

প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, পৌরসভায় ভোটার সংখ্যা ১৪ হাজার ৭১ জন। প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ১১ হাজার ৫'শ ৮ জন।

 

 
Electronic Paper