ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গঙ্গাচড়ায় আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
🕐 ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

গঙ্গাচড়ায় আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ

রংপুরের গঙ্গাচড়ায় আদালতের আদেশ অমান্য করে গাছ বিক্রি করে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর চোত্তাপাড়া গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ করেছে।

গত ১১ জানুয়ারি সকালে ক্রেতারা গাছ কাটতে থাকলে নুরুজ্জামান বাধা প্রদান করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়-ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন নুরুজ্জামানসহ তার প্রতিবেশীরা।

অভিযোগে জানা যায়, ওই গ্রামের মাছুম আলীর ছেলে নুরুজ্জামানের সঙ্গে ভাই মমতাজ আলীর জমির মালিকানা নিয়ে ২০০৬ সালে রংপুর আদালতে মামলা হয়।

ওই মামলায় ২০০৭ সালের ১৫ মার্চ আদালত ওই সম্পত্তিতে থাকা নিমগাছের বাগান ও অন্যান্য গাছপালা যাতে মমতাজ আলী কাটতে না পারে এজন্য আদেশ প্রদান করে। ওই আদেশ বহাল থাকা অবস্থায় মমতাজ আলী মারা যায়।

তার মৃত্যুর পর গত ৯ জানুয়ারি আতাউর রহমান, জিয়াউর রহমান, মতিয়ার রহমানের ছেলে শাহিনুর রহমান বিপ্লব, মতিয়ার রহমান আদালতের আদেশ অমান্য করে একটি নিমগাছ ও একটি মেহগনি গাছ কেটে ফেলে।

এছাড়া পরে তারা ওই জমিতে থাকা আরও দুটি নিমগাছ বিক্রি করে।

 

 
Electronic Paper