ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘কন্যাদের বাল্যবিয়ে রুখতে হবে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
🕐 ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

‘কন্যাদের বাল্যবিয়ে রুখতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে আপনাদের সবারই কম-বেশি দুই একটা হলেও আমগাছ আছে, আমরা ছোট আম গাছের মুকুল যেমন ভেঙে দেই, তেমনি আপনার কন্যার বিয়ের জন্যও অপেক্ষা করতে হবে, তাকেও সময় দিতে হবে মানসিক ও শারীরিকভাবে তৈরি হওয়ার।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও বক্তব্য দেন, সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, চাঁপাইনবাবগঞ্জে অনেক কিছুই আছে, অনেকদিন থেকেই চাঁপাইনবাবগঞ্জ এগিয়ে। ইতিবাচক অনেক কিছুর মতোই নীতিবাচক বাল্যবিয়ে এগিয়ে। এখানে অনেক বেশি বাল্যবিয়ে হয়। তবে আমরা বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করে যাচ্ছি, আপনাদের সবাইকে নিয়ে বাল্যবিয়ে শূন্যে নামিয়ে আনব আমরা।

আলোচনার শুরুতেই বাল্যবিবাহ সম্পর্কিত আইনি বিষয় তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম। শেষে বাল্যবিয়ে-কে না বলার শপথ নেন সবাই, শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

 

 
Electronic Paper