ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পৌষ সংক্রান্তি উপলক্ষে নাটোরে পৌষ মেলা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
🕐 ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

পৌষ সংক্রান্তি উপলক্ষে নাটোরে পৌষ মেলা অনুষ্ঠিত

পৌষ সংক্রান্তি উপলক্ষে নাটোর সদর উপজেলার কেশবপুর সন্ন্যাসীতলায় ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই মেলার আয়োজন চলে। মেলা উপলক্ষে কনকনে শীত উপেক্ষা করে আশপাশের গ্রামের শত শত মানুষের পদচারনায় মুখর হয়ে উঠে সন্ন্যাসীতলার চারপাশ।

স্থানীয় প্রবীনরা জানান, শত বছর আগে এক সন্ন্যাসী সেখানকার বটতলায় বসে ধ্যান করতেন। তখন থেকেই ঐ স্থানটি সন্নাসীতলা হিসাবে পরিচিতি পায়। সেখানে সেই সন্ন্যাাসী প্রতিবছর পৌষ মাসের শেষদিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে পূজা অর্চনা করতেন।

দূর দূরান্ত থেকে ভক্তরা নানা মানত নিয়ে সেখানে হাজির হতো। বসতো মেলা। তারই ধারাবাহিকতায় এই ঐতিহ্য চলে আসছে। এখনো সেখানে এসে সনাতন ধর্মাবলম্বীরা মনের বাসনা পূর্ণ করতে মানত করে।

মেলা উপলক্ষে আত্মীয় স্বজনকে দাওয়াত করে স্থানীয়রা। উৎসব মুখর পরিবেশে কেনা-বেচা হয় খাদ্য সামগ্রীসহ ও দেশীয় ঐতিহ্যের বিভিন্ন খেলনা ও সাজ সজ্জা সামগ্রী।

 
Electronic Paper