ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৪২তম বিসিএসের এমসিকিউ ২৬ ফেব্রুয়ারি, ৪১ এর প্রিলিমিনারি ১৯ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

৪২তম বিসিএসের এমসিকিউ ২৬ ফেব্রুয়ারি, ৪১ এর প্রিলিমিনারি ১৯ মার্চ

৪২তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ৪১তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রখ (ক্যাডার) নুর আহমদ স্বাক্ষরিত আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪২তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েব সাইটে www.bpsc.gov.bd প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

আলাদা আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪১তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা ১৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনহিংহ কেন্দ্রে একযোগে  অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েব সাইটে www.bpsc.gov.bd প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

 
Electronic Paper