ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
🕐 ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

 কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

নাটোরে তিন ফসলি কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে গুরুদাসপুর উপজেলার কুমারখালী উত্তরপাড়া মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় এলাকার প্রায় ৩০০ জন কৃষক মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সমাজসেবক শহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, কৃষক আব্বাস আলী, রবিউল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় স্থানীয় কৃষক আব্বাস আলী জানান, অপরিকল্পিত ও অবৈধভাবে পুকুর খনন করার ফলে মাঠের তিন ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুধু কুমারখালী উত্তরপাড়া মাঠেই প্রায় ৯শ একর জমি রয়েছে। বিগত দিনে কয়েকটি পুকুর খনন হওয়ার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পুকুর খননে কয়েকজন ব্যক্তি লাভবান হলেও হাজার হাজার কৃষকের চরম ক্ষতি হচ্ছে। একই মাঠে আবারো পুকুর খননের প্রস্তুতি নিয়েছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। নতুন করে এই মাঠে পুকুর খনন হলে মাঠ জুড়ে জলাবদ্ধতা ও বর্ষায় বাড়ি-ঘর ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাটোর শষ্যভান্ডার হিসাবে পরিচিত পেলেও দিন দিন আবাদি জমি কমে যাচ্ছে। তাই পুকুর খনন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানিয়েছেন, তিন ফসলি কৃষি জমিতে কোন ভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। কেউ পুকুর খননের প্রস্তুতি নিয়ে থাকলেও তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ হবে।

 

 
Electronic Paper