জাতির জনক বঙ্গবন্ধু
তোমায় দেখার জন্য
সেদিন মানুষ এসেছিল
নিজে হতে ধন্য।
সরোয়ার্দী উদ্যানেতে
উঠল নেচে তারা
পদ্মা-মেঘনা-যমুনাতে
এল স্রোতধারা।
তোমার স্বদেশ প্রত্যাবর্তন
হয়নি যতদিনই
পায়নি মানুষ মনের মাঝে
স্বাধীনতার চিহ্নই।
তুমি ছাড়া হয়নি পালন
বিজয় দিবস দেশে
স্বাধীনতা সূর্যটাও
ওঠেনি তাই হেসে।
কবিতা তো পাঠ করোনি
৭ মার্চের মতো
দুঃখভরা মনে সেদিন
বলছ কথা কত।
ত্রিশ লক্ষ বীর শহীদের
জানিয়েছো শ্রদ্ধা
কৃতজ্ঞতা করছ জ্ঞাপন
যারা মুক্তিযোদ্ধা।
সান্ত্বনাও পেয়েছিল
দুই লক্ষ ওই মা-বোন
তাদের কষ্ট বোঝার জন্য
ছিল তখন কোনজন?
অভিনন্দন পেয়েছিল
মুজিবনগর সরকার
হানাদারদের অহংকারকে
করল যারা ছারখার।
সেই থেকে এই বাহাত্তরের
১০ জানুয়ারি
তোমার ‘স্বদেশ প্রত্যাবর্তন
দিবস’ সৃষ্টিকারী।
আমরা সবাই ওই দিনেতে
শ্রদ্ধাতে হই নত
জাতির পিতা তোমার পায়ে
প্রণাম শত শত।