ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শুল্ক বাড়লো পেঁয়াজে, কমলো চালে

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:১২ অপরাহ্ণ, জানুয়ারি ০৭, ২০২১

শুল্ক বাড়লো পেঁয়াজে, কমলো চালে

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পেঁয়াজের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। অন্যদিকে ঘাটতি মেটাতে চালের আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

প্রজ্ঞাপন অনুযায়ী, সব ধরনের চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে। ফলে পেঁয়াজে ১০ শতাংশ শুল্ক দিতে হবে।

একইসঙ্গে করোনার সুরক্ষা সামগ্রী আমদানিতে রেয়াতি (কর ছাড়) সুবিধা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে পেঁয়াজ আমদানিতে নতুন করে শুল্ক আরোপের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। দেশে পেঁয়াজের উৎপাদন মৌসুম সন্নিকটে থাকায় এবং মজুদ পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় রয়েছে, উল্লেখ করে শুল্ক আরোপের সুপারিশ করা হয়।

 
Electronic Paper