ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সারাজীবন নয়, ১০০ দিন মাস্ক পরুন: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ০৪, ২০২০

করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে মাস্ক পরার ওপর জোর দিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মাস্ক পরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জীবনভর নয়, ১০০ দিন মাস্ক পরুন। এর গুরুত্বপূর্ণ প্রভাব দেখতে পাবেন। সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে আমেরিকার বাসিন্দাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন বাইডেন।

 

নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন বলেন, সবাইকে ১০০ দিন মাস্ক পরতে বলব। মাত্র ১০০টা দিন মাস্কের জন্য, সারাজীবনের জন্য নয়। ১০০ দিন। আমরা যদি এটা করতে পারি, আমার ধারণা এর মাধ্যমে করোনার সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। সরকারি ভবনগুলোতে মাস্ক পরতে নির্দেশনা দিব।

বাইডেন বলেন, অঙ্গরাজ্যগুলোতে গণপরিবহনে মাস্ক পরতে হবে। বাস, বিমানেও একইভাবে সবাইকে মাস্ক পরতে হবে।

করোনার সংক্রমণ ও সংক্রমণে মৃত্যুর তালিকায় এখনও পর্যন্ত শীর্ষে অবস্থান করছে আমেরিকা। দেশটিতে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত, মৃত্যু হয়েছে দুই লাখ ৭৬ হাজারের বেশি মানুষের।

 

 
Electronic Paper