ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মোবাইল ফোনে আসক্তি

উম্মে কুলসুম
🕐 ১১:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৪, ২০২০

মোবাইল ফোন একটি প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস যা ব্যক্তিজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রযুক্তির এ যুগে আমরা যেন ডিভাইসটি ছাড়া চলতেই পারি না। আর করোনার দিনগুলোতে যেন মুঠোফোন আরও ঘিরে ফেলেছে প্রতিটি মুহূর্তকে। দৈনন্দিন জীবনে একে অপরের সঙ্গে যোগাযোগ করা ছাড়াও বিভিন্ন রকম তথ্য জানতে এটিকে আমরা নীরব বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলেছি। কিন্তু একদিকে এটি যেমন আমাদের জন্য আশীর্বাদস্বরূপ, অন্যদিকে এটির অতিরিক্ত ব্যবহার আমাদের জন্য ক্ষতির কারণও বটে।

একটু খেয়াল করলেই দেখা যাবে, মোবাইল ফোনের ক্রমাগত ব্যবহার আমাদের আসক্ত করে ফেলছে। যার ফলে সৃষ্টি হচ্ছে নানা ধরনের মানসিক সমস্যা। শুধু তাই নয়, চোখের জ্যোতি কমে যাওয়া, কানে কম শোনা, নিদ্রাহীনতাসহ প্রভৃতি সমস্যা দেখা দেয় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে। মার্কিন গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, টয়লেট সিটের তুলনায় ১০ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে মুঠোফোনে। যা নিয়মিত পরিষ্কার না করার ফল। প্রকৃতপক্ষে করোনাকালে অবসর সময় বৃদ্ধি পাওয়ার জন্য মোবাইল ফোনের ব্যবহার তীব্র গতিতে বাড়ছে। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার যেন ক্ষতির কারণ না হয়। সেদিকে সতর্ক দৃষ্টি রাখা সকলেরই উচিত।

উম্মে কুলসুম

শিক্ষার্থী, সামাজিক বিজ্ঞান অনুষদ, ইসলামী বিশ^বিদ্যালয়, কুষ্টিয়া

[email protected]

 
Electronic Paper