ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৩, ২০২০

এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের টিকা ব্যানকোভিড। সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে ওঠায় প্রতিষ্ঠানটি আশা করছে খুব শিগগিরই ক্লিনিকাল ট্রায়াল শুরু করতে পারবে। 

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মানবদেহে প্রয়োগের পথে রাশিয়া ও ব্রিটেনের করোনা ভ্যাকসিন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, বাংলাদেশের করোনার টিকা গ্লোব বায়োটেকের ব্যানকোভিডের অগ্রগতি কি। প্রতিষ্ঠানটি বলছে, মানবদেহে প্রয়োগের আগে সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে উঠেছে তারা। দুই মাস সময় নষ্ট হলেও এখন চলছে ইথিকাল অনুমোদনের শেষ মুহূর্তের প্রস্তুতি। ১ ডিসেম্বর, মঙ্গলবার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত আরো আত্মবিশ্বাসী করেছে তাদের।

গ্লোব বায়োটেকের কোয়ালিটি এন্ড রেগুলেটর অপারেশন ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, 'আমরা অক্টোবর মাস থেকে অপেক্ষায় ছিলাম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য। আমরা সেই ট্রায়ালটা শুরু করতে পারি নাই। কিন্তু ইতিমধ্যে আমরা একটি নতুন সিআরও এর সাথে কাজ করছি।'

গ্লোব বায়োটেকের কোয়ালিটি এন্ড রেগুলেটর অপারেশন ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, 'আমরা যদি ফেজ-১ টা দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে পারি সেক্ষেত্রে উন্নত দেশগুলো যেভাবে ফেজ-২ এবং ফেজ-৩ একত্রে করছে আমরা যদি সেভাবে করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব দ্রুততম সময়ে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেয়ার জন্য টিকা প্রয়োগ করতে পারব।'

যুক্তরাষ্ট্রের মডার্না আর ফাইজারের পর দেশীয় ব্যানকোভিড হচ্ছে তৃতীয় এমআরএনএ বেইসড ভ্যাকসিন।

 
Electronic Paper