ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বসেরা সমুদ্রসৈকত

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০২, ২০২০

ভ্রমণপিপাসু মানুষেরা সামুদ্রিক প্রাণী এবং নোনা পানির প্রেমে বার বার পড়েছেন। এজন্যই তো বিশ্বের কয়েকটি দেশ আছে যেখানে শুধু সমুদ্র সৈকতের কারণে মানুষের এত আনাগোনা। একটি গবেষণায় দেখা যায়, যে দেশগুলোতে সমুদ্রসৈকত রয়েছে, সেখানে পর্যটকের সংখ্যাও বেশি। তবে বিশ্বে অনেক সৈকত থাকলেও দৈর্ঘ্য আর সৌন্দর্যের মাপকাঠিতে তালিকার শীর্ষে রয়েছে বেশ কয়েকটি। বিশ্বের সেরা সমুদ্রসৈকত কোনটি, জানেন কি? পর্তুগালের ‘প্রাইয়া দে-ফারো বিচ’। হ্যাঁ, আটলান্টিক পাড়ের অনিন্দ্য সুন্দর দেশ পর্তুগালের এই সৈকতটিই বিশ্বের সেরা সৈকত।

পর্যটনে অস্কার খ্যাত ‘ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যাওয়ার্ড’-এর ২০২০ সালের সংস্করণে সেরা হিসেবে বিবেচিত হয়। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য যত উপাদান প্রয়োজন হয় তার সবই এখানে বিদ্যমান। প্রতি বছরই পর্তুগাল পর্যটনের বিভিন্ন দিক থেকে সেরা ভ্রমণ গন্তব্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে এবং এরই ধারাবাহিকতায় পর্তুগালের পর্যটন শহর আলগার্ভ বিশ্বের সেরা সমুদ্রসৈকত গন্তব্য হিসেবে- বিশ্বের শীর্ষ দ্বীপ গন্তব্য মাদেইরা দ্বীপপুঞ্জ, রাজধানী লিসবন বিশ্বের সেরা (সিটি ব্রেক) বিরতির শহরসহ পর্যটনের অস্কার খ্যাত ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যাওয়ার্ডের ২০২০ সালের সংস্করণে সর্বমোট ১৪টি ইভেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় হিসেবে নির্বাচিত হয়েছে।

 
Electronic Paper