ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভাতা পাচ্ছেন চাটমোহরের ১৭ হাজার নারী-পুরুষ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
🕐 ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

পাবনার চাটমোহর সমাজ সেবা অফিসের মাধ্যমে ১৭ হাজার ১৬৬ জন নারী-পুরুষ সরকারি ভাতা পাচ্ছেন। ভাতা প্রাপ্তদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, বয়ষ্ক, বিধবা ও স্বামী নিগৃহিত, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠী ও হিজড়া। এ ছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীরা পাচ্ছেন শিক্ষা উপবৃত্তি।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম জানান, চাটমোহরের ৮ হাজার ৮৬৫ জন মাসে পাঁচশ টাকা করে বয়ষ্ক ভাতা পাচ্ছেন। ৪ হাজার ৯২১ জন মাসে পাঁচশ টাকা করে বিধবা ও স্বামী নিগৃহিত ভাতা পাচ্ছেন। ৩ হাজার ২৩ জন মাসে ৭৫০ টাকা করে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।

১১৪ জন মাসে পাঁচশ টাকা করে অনগ্রসর জনগোষ্ঠী ভাতা পাচ্ছেন। মাসে ১২ হাজার টাকা করে ১২৮ জন পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ভাতা। হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা পাচ্ছেন একজন।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৯৪ জন, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ২০ জন।

এছাড়া অনেক অসহায় মানুষ পাচ্ছেন চিকিৎসার জন্য অর্থ সহায়তা। ভাতা প্রাপ্তদের কয়েক জন জানান, সরকার প্রদত্ত ভাতা পেয়ে তারা বিশেষ ভাবে উপকৃত হচ্ছেন।

 

 
Electronic Paper