ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইরানী বিজ্ঞানী হত্যায় ‘ভাড়াটে’ ইসরাইলকে দায়ী করেছেন রুহানি

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী হত্যায় যুক্তরাষ্ট্রের পক্ষে ভাড়াটে হিসেবে কাজ করার জন্যে ইসরাইলকে দায়ী করেছেন।

শনিবার তিনি এ অভিযোগ করে বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের ভাড়াটে হিসেবে বিজ্ঞানী মোহসেন ফখরেজাদেকে হত্যা করেছে।

তার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আবারও দখলদার ইহুদি ভাড়াটে খুনিদের সাথে নিয়ে বৈশ্বিক ঔদ্ধত্যের দুষ্টু হাত এই জাতির সন্তানের রক্তে রঞ্জিত করলো।

ইরান সাধারণত বৈশ্বিক ঔদ্ধত্য কথাটি দিয়ে যুক্তরাষ্ট্রকেই বুঝিয়ে থাকে।

ফখরেজাদে শুক্রবার তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্ড এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলেও তিনি মারা যান।

ফখরেজাদে ছিলেন ইরানের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের সিনিয়র অফিসার।

 
Electronic Paper