ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। 

বৃহস্পতিবার ‘ভ্যাকসিন হিরোর সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান’ স্লোগানে এ কর্মসূচি পালন করা হয়। বিস্তারিত জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে-

বাগাতিপাড়া (নাটোর) : একই দাবিতে বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের বাগাতিপাড়া শাখার ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছে। অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিদর্শক শাহনেওয়াজ হোসেন, সংগঠনের সাধারন সম্পাদক মহব্বত হোসেন প্রমুখ।

আটোয়ারী(পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি শুরু হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন হেল্থ এসিস্টেন্ট এসোসিয়েশন আটোয়রী উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী নুর আলম।

বেতাগী (বরগুনা) : বরগুনার বেতাগীতে সকাল ১০ টা থেকে কর্মবিরতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মুখে তারা অবস্থান নেয়। এতে বক্তব্য রাখেন, হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন বেতাগী উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সোহেল আমিন হাওলাদার, রেজাউল করিম চুন্নু ও মনি আক্তার প্রমুখ।

ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ ঘোষণা দেয় হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। সকালে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এই কর্ম বিরতির ফলে হতে হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রমসহ দেশের রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ হয়ে গেছে। এসময় বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা দাবি বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী নূরল হক, স্বাস্থ্য পরিদর্শক, সদস্য সচিব নূর আলম এইচএ, যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম এইচএ।

ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা হাসপাতাল ক্যামপাসে হেলথ এসোসিয়েশনের কর্মবিরোতি পালনে তারা সরকারের কাছে বেতন, ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানান। এসময় বক্তব্য রাখেন, হেলথ এসোসিয়েশনের জেলা সভাপতি আবু খায়ের নাসিদ, স্বাস্থ্য পরিদর্শক নারগিস আক্তার, স্বাস্থ্যসহকারী বিমাল চন্দ্র চক্রবতি, সাইদুর রহমান, আইনুল হক, নুর জামান ও জিয়াউর রহমান প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি অনুষ্ঠানে সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নওগাঁ জেলা সভাপতি স্বাস্থ্য সহকারী শরিফুল ইসলাম, ধামইরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক দীলিপ কুমার সাহা, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক প্রমুখ।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রথম দিনের এ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান রোকন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক সরোয়ার জামান রাঙ্গা, আব্দুস সোবাহান,আরিফুল ইসলাম, বাবুল, মিজানুর রহমান প্রমুখ।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার নিয়ে তারা এ কর্মসূচি শুরু করে। হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও হেল্থ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশন যৌথভাবে এই কর্মসূচি পালন করছে। জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, আমরা চাকরী শুরু থেকে অবহেলিত ও বৈষম্যের শিকার হয়ে আসছি। অথচ আমরা মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো, শিশুদের যক্ষা নিয়ন্ত্রণ, পোলিও মুক্ত, ম্যালেরিয়া নিয়ন্ত্রণসহ গুটি বসন্ত মুক্ত বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছি। তারপরও আমাদের বেতন বৈষম্যের নিরসন আজও হয়নি।

খানসামা (দিনাজপুর) : দিনাজপুরের খানসামায় হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে কর্মবিরতি শুরু হয়েছে। হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন খানসামা উপজেলা শাখার সভাপতি বিলকিস বানু জানান, সকাল থেকে কর্মবিরতি শুরু করেছি। আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচি পালনে আমরা সবসময় প্রস্তুত আছি।

নড়াইল : নড়াইলে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার উদ্যোগে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে। কর্মবিরতিকালে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি রাশেদুল হাসান কনক, সহ-সভাপতি মুর্শিদা আক্তার, সাধারণ সম্পাদক রওশন আরা পারভিন, উপদেষ্টা হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, সুজিত কুমার বিশ^াস প্রমুখ।

কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কর্মবিরতি পালন করে হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন কাপাসিয়া উপজেলা শাখা। সংগঠনের প্রধান সমন্বয়ক আরিফ হোসেন সিকদারের সভাপতিত্বে সদস্য সচিব বেলায়েদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্ঠা চিত্তরঞ্চন দাস, আব্দুস সামাদ, এসএম সিরাজুল ইসলাম, আজমল হুদা মিঠু, রুবেলা ইয়াসমিন, মমতাজ উদ্দিন আসা প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : এ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে সকালে কর্মবিরতিতে অংশ নেন হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, মাঠ কর্মচারী এসাসিয়েশন ও হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশনের সদস্যরা। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং রাউতিয়া জানান, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর ঢাকার শেরেবাংরানগরে স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মচারী এসাসিয়েশনের এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদার ঘোষণা দিলে দীর্ঘ ২২ বছরেও তা বাস্তবায়িত হয়নি।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির উপজেলা কমিটির আয়োজনে সকাল থেকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিতে উপজেলার ৮ ইউনিয়নের ১৯২টি টিকা কেন্দ্রে কর্মরত স্বাস্থ্য পরিদদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা এতে অংশ নিয়েছেন।

রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরা উপজেলার স্বাস্থ্য সহকারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন। সকালে প্রথমদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি কর্মসূচির আয়োজন করে হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন রায়পুরা উপজেলা শাখা।
এ সময় বক্তব্য রাখেন, হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন রায়পুরা উপজেলার সভাপতি বরকত আলী সরকার, সাধারণ সম্পাদক হাজী শরীফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী জয়নাল আবেদিন প্রমুখ।

 
Electronic Paper