বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার বারাই হাট এলাকার ভোলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকাসক্ত ঘাতক পিতা সুবাশ মহন্তকে (২৮) আটক করেছে পুলিশ।
প্রতিবেশী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সুভাশ মহন্ত দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন। সে মাঝে মধ্যেই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। এক পর্যায়ে গত বুধবার সন্ধ্যা থেকে সুভাশ মহন্ত তার স্ত্রী অনিতা মহন্তের সঙ্গে ঝগড়াঝাটি করে এবং তাকে মারধর করে।
সুভাশের বাড়ির বন্ধ ঘর থেকে চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ঘরের চালার টিন খুলে ভিতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় ওই নবজাতক শিশুর লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার এবং ঘাতক সুভাশ চন্দ্র মহন্তকে আটক করা হয়েছে।