ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজবাড়ীর নিরাময় ক্লিনিকের ৪ মালিক কারাগারে!

রাজবাড়ী প্রতিনিধি
🕐 ৭:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

রাজবাড়ীর নিরাময় ক্লিনিকের মালিকানা নিয়ে বিরোধের জেরে ক্লিনিকের মালিক ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাজবাড়ীর ১নং আমিলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজষ্ট্রেট লাবনী আক্তার আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরা হলেন- কামরুল হাসান রতন, ফরিদ আহম্মেদ (সেলিম), কাজী রকিবুল হক ও মামুন শেখ রিপন।

এ সময় মামলার ৫নং আসামি ডা. রহিম বক্স এর স্ত্রী শামীমা পারভীনকে শারীরিক অসুস্থতার জন্য জামিন প্রদান করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী এড. সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাদী মো. শাহীন হোসেন খান রাজবাড়ী’র নিরাময় ক্লিনিকের একজন পার্টনার। তিনি কিছুদিন যাবত অসুস্থ্য থাকার কারণে ক্লিনিক মালিকের অন্যান্য সদস্যরা বাদীর অংশ এবং পার্টনারশিপ নিয়ে তালবাহানা করে। বাদী সুস্থ্য হয়ে এলে তাকে তার ন্যায্য পাওনা দিতে অস্বীকার জানায় এবং তার এ ক্লিনিকের কোন শেয়ার নেই বলে জানায়। এ নিয়ে অনেকবার শালিস হয়েছে কিন্তু বাদী কোন উপায় না পেয়ে আদালতে মামলা দায়ের করে।

মামলায় আসামি পক্ষের আইনজীবী এড. শেখ মো. নজরুল ইসলাম লাভলু আপোষ সত্তে মামলার আসামিদের জামিন করে নিলেও পরবর্তীতে আপোষ করতে না পারায় আজকে ধার্য তারিখে বিচারক আসামিদের কারাগারে প্রেরণ করে।

 

 
Electronic Paper