ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানববন্ধন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

‘সবাই মিলে এগিয়ে চলি, নির্যাতন বন্ধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের পক্ষকাল ব্যাপী কর্মসূচির মানববন্ধন পালিত হয়েছে।

বৃহস্পতিবার তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নাগরিক জোটের আয়োজনে আমরাই পারি (we can Bangladesh) পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাড়াশ উপজেলা নাগরিক জোটের সভাপতি সনাতন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বেসরকারি সংস্থা ‘আমরাই পারি’ এর ফিল্ড অফিসার মাহাবুবুল আলম, ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার গোপাল চন্দ্র, ফিল্ড ফেসিলিটর কামরুজ্জামান, সোলায়মান হোসেন, ফিরোজা খাতুন, সিরাজগঞ্জ জেলা নাগরিক জোটের সদস্য মৃনাল সরকার মিলু, তাড়াশ উপজেলা নাগরিক জোটের সদস্য ও সাংবাদিক শায়লা পারভীন, দেশীগ্রাম নাগরিক জোটের সদস্য বিউটি রানী, নির্যাতিত নারী বৃষ্টি খাতুন ও নাসরিন খাতুন।

মানববন্ধন শেষে তাড়াশ ইউএনও মেজবাউল করিমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।

 

 
Electronic Paper