ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনার উৎস তদন্ত করতে চীন অনুমতি দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসের উৎসের বিষয়টি তদন্ত করতে চীন আশ্বাস দিয়েছে যে তারা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দেশে প্রবেশের অনুমতি দিবে। চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান ২৩ নভেম্বর, সোমবার বলেছেন, ‘আমাদের সবার ভাইরাসটির উৎস জানা প্রয়োজন। এটি ভবিষ্যতে আবার আসতে পারে কিনা তা বুঝতে হবে। আমার মনে হয়, চীনের সহকর্মীরাও এ উত্তর জানার জন্য উদ্বেগে রয়েছেন। চীন সরকারের কর্মকর্তারা যতটা দ্রুত সম্ভব সেখানে বিশেষজ্ঞদের সরেজমিনে তদন্ত করার বিষয়ে অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ভাইরাসের উৎস নিয়ে বিস্তারিত গবেষণার জন্য কবে গবেষকদের বড় দল চীনে যাবে, তা এখনো পরিষ্কার নয়। আমার আশা করি, একটি পূর্ণাঙ্গ গবেষক দল কাজ করবে। এ গবেষণার প্রথম ধাপ আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে।’

গত বছরের ডিসেম্বরে চীনে করোনা শনাক্তের পর থেকে এর উৎসের তদন্ত নিয়ে বিভিন্ন দেশ কথা বলে আসছে। চীন এর আগে আন্তর্জাতিক তদন্তের আহ্বান প্রত্যাখ্যান করেছিল। তাদের দাবি, এ ধরনের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আন্তর্জাতিক তদন্ত দলকে করোনার উৎস তদন্তের বিষয়ে প্রত্যাখ্যান করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহযোগিতা করছে দেশটি। আন্তর্জাতিক তদন্তের আগে প্রাথমিক তদন্তের জন্য গত জুলাই মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষক দলকে বেইজিং সফরের অনুমতি দিয়েছিল চীন।

 

 
Electronic Paper