ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চিরকুটের সঙ্গে মঞ্চে উঠবে নবীন পাঁচ ব্যান্ড

বিনোদন প্রতিবেদক
🕐 ১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

ডিসেম্বরে গ্র্যান্ড কনসার্টে অংশ নেবে ব্যান্ড চিরকুট। যা চলতি বছরের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে দলটির। আর এতে তারা সুযোগ দিতে চায় নবীন পাঁচ ব্যান্ডকে। এ কারণে বিভাগীয় ব্যান্ড নিয়ে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। 

বিষয়টি নিশ্চিত করেছেন চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য ও গায়িকা শারমীন সুলতানা সুমি।

তিনি বলেন, ডিসেম্বরের কনসার্টটি নিয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু আমরা বলতে পারব না। এটার ঘোষণা আজকালের মধ্যেই আসবে। এই আয়োজনে আমরা সুযোগ দিতে চাই নবীন ৫টি ব্যান্ডকে। যাদের আমরা বাছাই করব ৮টি বিভাগীয় শহর থেকে।

গায়িকা শারমীন জানান- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ- বিভাগ থেকে দলগুলো বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এজন্য তাদের গানের রেকর্ডিং পাঠাতে হবে।

চিরকুট জানায়, গান অথবা ভিডিও তাদের কাছে পাঠাতে হবে। এখান থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে পাঁচটি ব্যান্ড। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ক্লিপ পাঠানো যাবে। বাছাই শেষে সেরা ৫ ব্যান্ডকে নিয়ে গ্রুমিং সেশনে যাবে চিরকুট। এদিকে ব্যান্ডটি বর্তমানে ইনডোর কনসার্ট নিয়ে ব্যস্ত। করোনা সংক্রমণের পর তারাই প্রথম ব্যান্ড হিসেবে এতে অংশ নিয়েছে।

 
Electronic Paper