ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চারপেয়ে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১০:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

মানুষ চারপেয়ে জন্তুর ন্যায় হাত-পায়ে ভর দিয়ে চলাচল করে! শুনতে অবাক মনে হলেও তুরস্ক-সিরিয়া সীমানার কিছুটা উত্তরে এমনই এক পরিবার রয়েছে যারা সবাই চার হাত-পায়ে ভর দিয়ে চলে। সামনের দিকে ঝুঁকে মুখটা উপরের দিকে তুলে দুহাত আর দুপায়ের সাহায্যে এগিয়ে চলে এরা। দূর থেকে দেখে মনে হবে ঠিক যেন চারপেয়ে কোনো পশু ধীরগতিতে হেঁটে চলেছে।

 

নিজেদের এলাকা বাদে ২০০৫ সালের আগে পর্যন্ত সারা বিশ্বের কাছে আক্ষরিক অর্থেই এদের সেভাবে কোনো অস্তিত্ব ছিল না। ২০০৫ সালে বিবিসির একটি তথ্যচিত্রে প্রথম এদের কথা সারা বিশ্বের কাছে পৌঁছায়। সাধারণ মানুষ তো বটেই, এমন দৃশ্যে বিজ্ঞানীরাও বিস্মিত হয়ে যান। তারপর থেকে মাঝেমধ্যেই বিজ্ঞানীদের দল ঘুরে গিয়েছে তুর্কির ওই গ্রামে। জানা যায়, বিপরীত বিবর্তন নয়, এটা আসলে জিন মিউটেশনের ফল। এটা অতি দুর্লভ একটা রোগ। এই রোগে তাদের সেরিবেলার হাইপোপ্লাসিয়া অর্থাৎ দেহের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ফলে মানুষ সোজা হয়ে দাঁড়াতেই পারেন না। বায়োলজি জার্নাল প্লাসে এই তথ্য প্রকাশিত হয়েছে। ওই জার্নালে প্রকাশিত তথ্য অনুসারে, তারা চারপেয়ে হলেও হাঁটার ধরন কিন্তু একেবারেই পশুর মতো নয়। কারণ পশু যখন হাঁটে সামনের ডান ও পিছনের বাঁ পা এক সঙ্গে এবং সামনের বাঁ পায়ের সঙ্গে পিছনের ডান পা সামনে এগিয়ে নিয়ে চলে। এরা কিন্তু তা করেন না। বাঁহাতের সঙ্গে বাঁ-পা-ই এগিয়ে নিয়ে চলেন।

 
Electronic Paper