ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিলেটে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে

সিলেট প্রতিনিধি
🕐 ১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে দুই ঘণ্টা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টার পর দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ভয়াবহ আগুন লাগে কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে।

অগ্নিকাণ্ডের কারণে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে মেশিন ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে।

এদিকে সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কুমারগাঁও পাওয়ার গ্রিডের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফরমার রয়েছে। ট্রান্সফরমারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে। এটি ৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্র।

সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 
Electronic Paper