ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পরিযায়ী

সিদ্ধার্থ সিংহ
🕐 ১২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ০৬, ২০২০

বউ আর ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দলছুট এক পরিযায়ী শ্রমিক? হাঁটতে হাঁটতে রাজ্যের সীমানার কাছে আসতেই, হইহই করে তেড়ে এল জনাকতক পুলিশ এই, দাঁড়া দাঁড়া দাঁড়া। যাচ্ছিস কোথায়?

শ্রমিকটি বলল, গ্রামে, বাবু।

কত দূরে?
এই তো সামনেই, আর সত্তর-বাহাত্তর মাইল হবে...।
স ত্ত র... বা হা ত্ত র... মা ই ল...!
হ্যাঁ। একশ’ তিরিশ মাইলের মতো তো হেঁটে এলাম...।
জানিস না, এখন লকডাউন চলছে?
পাশ থেকে অন্য এক পুলিশ বলে উঠল, ছেড়ে দে, ছেড়ে দে। দেখছিস না কোলে বাচ্চা আছে! হয়তো খিদে পেয়েছে...।
শ্রমিকটি বলল, না বাবু, না। ওর খিদে পায়নি। ও তো খিদের জ¦ালায় অনেকক্ষণ আগেই মরে গেছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper