ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অবশ্যই শেষ ম্যাচ নয়: ধোনি

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ০২, ২০২০

ধোনির এক মন্তব্যে সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেট মহলে সাড়া পড়ে গেল। ১ নভেম্বর, রোববার দুপুরে আবু ধাবিতে চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে টসের পরেই মহেন্দ্র সিংহ ধোনিকে প্রশ্ন করেছিলেন সঞ্চালক ড্যানি মরিসন। সিএসকে অধিনায়ককে নিউজ়িল্যান্ডের প্রাক্তন পেসার প্রশ্ন করেন, ‘‘হলুদ জার্সিতে এটাই কি তোমার শেষ ম্যাচ হতে চলেছে?’’ যা শুনে সামান্য হেসে ধোনির জবাব, ‘‘অবশ্যই নয়।’’ ব্যস, মুহূর্তের মধ্যে মন্তব্যটি ব্যাপকভাবে সাড়া ফেলে।

আইপিএল থেকে অবসর নিচ্ছেন না ধোনি। পরের আইপিএলেও চেন্নাই জার্সিতে খেলতে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে। টুইটারে ‘ট্রেন্ড’ হতে থাকে ধোনির এই মন্তব্য।

ধোনি যে শুধু পরের আইপিএলে খেলবেন, তা নয়। চেন্নাইকে তিন বার আইপিএল এনে দেওয়া অধিনায়ক পরের ১০ বছরে দল কী রকম হতে পারে, তা নিয়েও পরিকল্পনা শুরু করেছেন।

ম্যাচের পরে ধোনি বলেন, ‘‘দেখা যাক, পরের নিলামের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড। আমাদের পরের ১০ বছরের কথা ভেবে এগোতে হবে।’’ সিএসকে ভক্তদের জন্য তাঁদের অধিনায়কের বার্তা, ‘‘পরের বার আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।’’

 
Electronic Paper