ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমবিশ্বকে এরদোয়ানের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

মহানবী মুহাম্মাদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মুসলিমবিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ বৃহস্পতিবার (১২ রবিউল আউয়াল) স্থানীয় সময় অনুসারে মহানবী (সা.)-এর জন্মদিন হিসেবে উদযাপন করছে তুরস্ক।

বিশ্বনবী মুহাম্মাদ (সা.)-এর জন্মদিবস উপলক্ষে বিশ্বের সব মুসলিম ও তুরস্কবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে সবার কল্যাণ প্রত্যাশা করেন প্রেসিডেন্ট এরদোয়ান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতের প্রথম প্রহরে এক টুইট বার্তায় বিশ্বের সব মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে মহানবীর প্রশংসায় তুর্কি ভাষায় লিখিত কবিতার কয়েক চরণ উল্লেখ করেন এরদোয়ান। যার অর্থ, ‘হে মনিব, আপনার ভালোবাসায় আমার প্রাণ উৎসর্গ, আপনাকে পেয়ে আমি অভিভূত। কেবল আমি নই, বরং পুরো বিশ্ব আপনার তরে নিবেদিত...।’

একদিন আগে এক সংসদ অধিবেশনে মহানবী (সা.)-এর প্রতি ভক্তি ও ভালোবাসা প্রকাশ করে আরবিতে একটি কবিতা আবৃত্তি করেছিলেন এরদোয়ান। মহানবী (সা.) হিজরত করে ইয়াসরিব পৌঁছলে সেখানকার অধিবাসীরা তা আবৃত্তি করে মহানবীকে সম্ভাষণ জানিয়েছিল।

মহানবী (সা.)-এর অবমাননা করে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদ করে তা আবৃত্তি করেন এরদোয়ান।

 

 
Electronic Paper