ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কৃষ্ণাঙ্গ হত্যার জের: ফিলাডেলফিয়ায় বিক্ষোভ-সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

যুক্তরাষ্ট্রে সর্বশেষ কৃষ্ণাঙ্গ হত্যার জেরে ফিলাডেলফিয়ায় মঙ্গলবারও দ্বিতীয় রাতের মতো বিক্ষোভ, সংঘর্ষ ও লুটপাট অব্যাহত ছিল। শত শত লোক রাস্তায় নেমে আসে। তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে।

পুলিশ বিভাগ টুইটারে সতর্ক করে বলেছে, ক্যাস্টর এবং আরামিঙ্গো এলাকায় প্রায় এক হাজার লোক লুটপাটে অংশ নেয়। নাগরিকদের এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

হেলিকপ্টার থেকে নেয়া ফুটেজে দেখা গেছে, লোকজন হুমড়ি খেয়ে পড়ে ফুট লকার স্টোরসহ অন্যান্য দোকানে লুটপাট চালাচ্ছে।

এদিকে পশ্চিম ফিলাডেলফিয়ায় আরো প্রায় এক হাজার লোক রাস্তায় জড়ো হলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ সময় কিছু বিক্ষোভকারীর সাথে পুলিশের তীব্র সংঘর্ষ হয়।

পেনসিলভেনিয়ার গভর্ণর টম ওলফ এর কার্যালয় থেকে এক ঘোষণায় বলা হয়েছে, নিরাপদ সমাবেশ ও জনগণের নিরাপত্তার লক্ষ্যে ওই শহরে ন্যাশনাল গার্ডের কয়েকশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার পুলিশ ওয়াল্টার ওয়ালেস নামে ২৭ বছরের এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যার পর শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে।

এই যুবক মানসিক সমস্যায় ভুগছিল বলে তার পরিবার থেকে বলা হয়েছে।

সোমবার প্রথম রাতের সংঘর্ষকালে ৯০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। এ সময় ৩০ জনেরও বেশি পুুলিশ কর্মকর্তা আহত হন।

উল্লেখ্য, গত মে মাসে জর্জ ফ্লয়েডকে হত্যার পর যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটে। তা দীর্ঘসময় ধরে চলে।

 

 
Electronic Paper