ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আজ অভিযোগ নিয়ে ইসিতে যাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

ঢাকা -১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে উপনির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় ধানের শীর্ষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলা হচ্ছে, বাঁধা দেওয়া হচ্ছে।

এমন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাবে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান খোলা কাগজকে এ তথ্য জানান। 

তিনি জানান, এই আসন দুটির সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করা হবে। আজ বিকেল ৩টায় কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সমন্বয়ক ঢাকা-১৮ উপনির্বাচন নাজিম উদ্দীন আলম, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়ক সিরাজগঞ্জ-১ উপনির্বাচন আমিরুল ইসলাম আলীম এবং বিএনপির সহ-প্রচার সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিত থাকার কথা রয়েছে।

 
Electronic Paper