ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় আক্রান্ত রোনালদিনহো

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ২৬ অক্টোবর, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি নিজেই এক ভিডিও বার্তায় করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি মিডফিল্ডার বর্তমানে বেলো হরিজেন্তের একটি অঞ্চলে কোয়ারেন্টিনে আছেন। সেখান থেকে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় রোনালদিনহো বলেন, ‘একটি অনুষ্ঠানে অংশ নিতে কাল বেলো হরিজেন্তেয় এসে পৌঁছাই। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি। ভালোই আছি, শরীরে কোনো লক্ষণ নেই। এ কারণে অনুষ্ঠানে পরেও অংশ নেওয়া যাবে। দ্রুতই একসঙ্গে হব আবার।’

ফুটবল তারকাদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কদিন আগে আক্রান্ত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে তুরিনে সেলফ আইসোলেশনে আছেন জুভেন্টাস তারকা। এর আগে আক্রান্ত হন নেইমার, পাওলো দিবালা, পল পগবা, ইব্রাহিমোভিচ, সাদিও মানেসহ আরো অনেক তারকা ফুটবলার।

 
Electronic Paper